Severity: Warning
Message: mysqli::mysqli(): (HY000/1045): Access denied for user 'impressnews24_admin'@'localhost' (using password: YES)
Filename: front/details2.php
Line Number: 57
Backtrace:
File: /home/thenews71/public_html/application/views/front/details2.php
Line: 57
Function: mysqli
File: /home/thenews71/public_html/application/controllers/News.php
Line: 46
Function: view
File: /home/thenews71/public_html/index.php
Line: 315
Function: require_once
by ডেস???ক রিপোর???টার | | Thursday 9th November 2017 |03:03 PM
এবার ১৯৭ দেশের প্রায় ২৩ হাজার মানুষের পদচারণায় সরগরম জার্মানির বন শহর কারণ চলছে বিশ্ব জলবায়ু সম্মেলন। এবারের সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলি ২০১৫ সালে প্যারিসের জলবায়ু সম্মেলনে অঙ্গীকারবদ্ধ নয়টি বিষয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ নিয়ে দুই সপ্তাহ জুড়ে আলোচনা করছেন।এই সম্মেলনটি, দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপ দেশ ফিজিতে হওয়ার কথা থাকলেও বিশাল আয়োজনে অসমর্থ হওয়ায় জার্মান সরকার এ আয়োজনের দায়িত্ব নিয়েছেন।
এবারের সম্মেলনে আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্যারিসের অঙ্গীকারনামায় চুক্তিবদ্ধ দেশগুলো পরিবেশের ক্ষতিকারক বৈশ্বিক উষ্ণতা কমাতে কতটুকু লক্ষ্যমাত্রায় পৌঁছেছেন, তাদের কার্বন নিঃসরণ হ্রাসের উপায়গুলো কীভাবে সম্পূর্ণ করছেন, শিল্পোন্নত দেশগুলো যারা মূলত গ্রিনহাউস গ্যাস নির্গমনের জন্য দায়ী তারা আবহাওয়া ও জলবায়ু বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর সুরক্ষাতে সহযোগিতা করতে পারে—এ সংক্রান্ত নয়টি বিষয় নিয়ে ।
২০১৫ সালে প্যারিস সম্মেলনে ১৯৬ দেশ এ শতাব্দীতে বৈশ্বিক উষ্ণতা দুই ডিগ্রি থেকে দেড় ডিগ্রি সেলসিয়াস কমানোর লক্ষ্যে স্থির করেছিল।
এবারের ২৩ বিশ্ব জলবায়ু সম্মেলন উদ্বোধন করেন এবারের সম্মেলনের সভাপতি ফিজির প্রধানমন্ত্রী ফ্রাঙ্ক বাইনিমারমা ও জার্মানির পরিবেশমন্ত্রী বারবারা হেন্ডরিকেস। ১২ নভেম্বর পর্যন্ত সম্মেলন চলাকালীন বনে আসছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল, ফ্রান্সের প্রেসিডেন্ট এ্যমুনিয়েল ম্যাক্রন, মার্কিন সাবেক ভাইস প্রেসিডেন্ট শান্তিতে নোবেল জয়ী আল গোর, অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও, ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট দলীয় গভর্নর জেরি ব্রাউন প্রমুখ।
বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, বন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাছান মাহমুদ, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন।
জলবায়ু সম্মেলনকে ঘিরে আগামী ১১ নভেম্বর পরিবেশবাদী সংগঠনগুলো বন শহরে বড় ধরনের বিক্ষোভের ডাক দিয়েছেন।
সারা বিশ্বের পরিবেশবাদী, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারি কর্মকর্তা, পরিবেশ বিশেষজ্ঞ, বেসরকারি সংস্থা, গণমাধ্যমকর্মীরা এতে অংশ নিয়েছেন।
good
2 min